কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডেই মহিলাদের জন্য গড়ে তোলা হবে আধুনিক শৌচাগার

কলকাতার প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য গড়ে তোলা হবে আধুনিক শৌচাগার। উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। আর এইসব আধুনিক শৌচাগার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে বেসরকারি সংস্থাকে বলেই জানা গিয়েছে। শৌচাগারগুলির রক্ষণাবেক্ষণ বেসরকারি সংস্থা করলেও নজরদারিতে থাকবে কলকাতা পুরসভা।

এখন কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ৩৮৩ টি গণশৌচাগার রয়েছে। এইসব শৌচাগারগুলির  বেশিরভাগ ব্যবহারের অযোগ্য বলে অভিযোগ উঠছে। ব্যবহারের অযোগ্য শৌচাগারগুলিরও রক্ষণাভেক্ষণ করবে বেসরকারি সংস্থা বলে জানা গিয়েছে। এই বিষয়ে মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার বলেন, শুধুমাত্র মহিলাদের জন্য পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে গণশৌচাগার হবে। বহু মহিলা দূর থেকে কাজে আসেন কলকাতায়। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই ৩৬ টি ওয়ার্ডে জমি খোঁজার কাজ শুরু হয়েছে।

জানা গিয়েছে, ওইসব আধুনিক শৌচাগারে স্নান করার জন্য বাথরুম থাকবে। কাপড় বদল করার জন্য আলাদা জায়গা থাকবে, স্যানিটারি ন্যাপকিনের মেশিন থাকবে। এছাড়াও শিশুকে স্তন্যপান করানোর জন্য আলাদ জায়গা থাকবে বলে জানা গিয়েছে।
এখন কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের ৩৮৩ টি গণশৌচাগার রয়েছে।

Comments are closed.