আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে মোদীর ভাষণ, কী ঘোষণা? জল্পনা দেশজুড়ে

বৃহস্পতিবার রাত ৮ টা। জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এই প্রথম জাতির উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণে দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপ এবং ভবিষ্যত পরিকল্পনার দিশা মিলবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেশে মোট ১৬৯ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। করোনার বলি হয়েছেন ৩ জন।
বুধবার সন্ধ্যায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে করোনা মোকাবিলার বিভিন্ন পন্থা নিয়ে বিশদে আলোচনা হয়। বুধবারের রিভিউ মিটিংয়ে করোনা পরিস্থিতি সামাল দিতে লড়াই চালিয়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এদিকে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের কথা চাউর হতেই তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী বলবেন প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে তুমুল জল্পনা।

 

Comments are closed.