গোটা দেশ করোনায় কাবু। এই পরিস্থিটিতে বাংলায় পুরভোট সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই প্রসঙ্গে শনিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, এখন যা পরিস্থিতি তাতে আগামী দুমাস কোনও নির্বাচন, ধর্মীয় সমাবেশ করা উচিত নয়। তাঁর কথায় মানুষ বাঁচলে সব বাঁচবে। এখন তৃণমূল, সিপিএম, বিজেপি সব ছেড়ে দিন।
শুক্রবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ অডিটোরিয়ামে নিজের সংসদীয় ক্ষেত্রের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন অভিষেক।এদিন তাঁর বৈঠক ডায়মন্ডহারবারের সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে নিজের সংসদীয় ক্ষেত্রের জন্য বেশ কিছু ঘোষণা করেন অভিষেক।তিনি জানান, আগামী ২ মাস ডায়মন্ডহারবারে কোনও রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ করা যাবে না। পাশাপাশি বাজার গুলিতে ক্রেতা বিক্রেতা সবাইকেই দুটি করে মাস্ক পরতে হবে।
এদিন বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে রাজ্যের পুরভোট নিয়ে অভিষেককে প্রশ্ন করা হলে বলেন, পুরভোট নিয়ে মামলা আদালতের বিচারাধীন। আমি এই নিয়ে কিছু বলব না। আদালতের নির্দেশ মেনে কমিশন এবং রাজ্যসরকার ভোট নিয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু যদি আমায় বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি আগামী দু’মাস সমস্ত কিছু বন্ধ রাখা উচিত।
Comments are closed.