আপনি বিধায়কদের দ্বারা নির্বাচিত আমি মানুষের দ্বারা, আবেগে পার্থক্য তো হবেই! মনু সিংহভিকে কেন বললেন কল্যাণ?
কলকাতা হাই কোর্টের ৫ বিচারপতির বেঞ্চে তখন চলছে হেভিওয়েটদের জামিন সংক্রান্ত নারদ শুনানি। সওয়াল করছেন সিবিআইয়ের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহেতা। নিজের সাবমিশনে এসজি বলেন, বৃহত্তর প্রশ্ন হল সাংবিধানিক কর্তা অভিযুক্তদের পক্ষ নিয়ে সিবিআই অফিসে গিয়ে হাঙ্গামা করতে পারেন কিনা। এরকম পরিস্থিতিকে আদৌ স্বাভাবিক বলা যায় কি? তারপরই এসজি সওয়াল করেন, এটা মবোক্রেসির নমুনা, ডেমোক্রেসির নয়। কারও যদি মনে হয় বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে তাহলে আদালতে যান।
সেই সময় কথা বলেন অভিযুক্তদের পক্ষের আইনজীবী কল্যাণ ব্যানার্জি। এসজির সওয়ালের সূত্র ধরে তিনি বলেন, আমি জানি এসজিকে সুযোগ দেওয়া হলে তিনি ৪-৫ দিন ধরে বলে যাবেন। এরমধ্যে শুধু আমাদের আবেদন শোনা বন্ধ থাকবে এবং আমার মক্কেল মুক্তি পাবেন না।
কল্যাণ ব্যানার্জি সওয়াল করেন, গতকাল সাইক্লোনের সময় ফিরহাদ হাকিম কিছু করতে পারলেন না। তার ফল ভুগলেন সাধারণ মানুষ। কল্যাণ ব্যানার্জির সংযোজন, আমি গত ৪০ বছর ধরে এই কলকাতা হাই কোর্টে প্র্যাকটিস করছি, এরকম ঘটনা জীবনে দেখিনি।
কল্যাণের এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন অভিযুক্ত পক্ষের আরেক আইনজীবী অভিষেক মনু সিংহভি। বলেন, শ্রী ব্যানার্জি যা বললেন আমি তার সঙ্গে সম্পূর্ণ সহমত। তবে আমার আবেগ একটু কম!
মনু সিংহভির এই মন্তব্যের জবাব দেন কল্যাণ ব্যানার্জিও। তবে পুরো ব্যাপারটিই হয়েছে অত্যন্ত হালকা মেজাজে। আবেগের মন্তব্য করার পর সওয়াল চালিয়ে যান মনু সিংহভি। তারপর বলতে শুরু করেন সিদ্ধার্থ লুথরা। সেই সময় আবার কথা বলেন কল্যাণ ব্যানার্জি। তবে এবার সরাসরি অভিষেক মনু সিংহভিকে। হাসতে হাসতে কল্যাণ ব্যানার্জি বলেন, মিস্টার সিংহভি, আমি সংসদের নিম্ন কক্ষের সদস্য আর আপনি উচ্চকক্ষের। আমাকে বেছেছেন মানুষ আর আপনাকে বিধায়করা। তাই আমার তো আবেগ থাকবেই, তাই না? এসজি তুষার মেহেতা বলেন, আর আমি হোমলেস! সবাই হেসে ওঠেন।
প্রসঙ্গত, কংগ্রেসের সিনিয়ার নেতা অভিষেক মনু সিংহভি বাংলা থেকে রাজ্যসভার সদস্য। সিনিয়ার এই আইনজীবীকে রাজ্যসভায় পাঠাতে সমর্থন দিয়েছিলেন মমতা ব্যানার্জি। তৃণমূল বিধায়করা মনু সিংহভিকে ভোট দিয়ে জিতিয়ে রাজ্যসভায় পাঠিয়েছেন। এবার আদালতে কল্যাণ ব্যানার্জির মুখে উঠে এলো সংসদের প্রসঙ্গ। যেখানে মানুষের ভোটে তৃণমূল সাংসদ কল্যাণ এবং কল্যাণ ব্যানার্জির দলের ভোটে জিতেই রাজ্যসভায় অভিষেক মনু সিঙ্ঘভি।
Comments are closed.