ফের রেকর্ড গড়লেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। লুসানে আয়োজিত ডায়মন্ড লিগে প্রথম স্থান দখল করলেন নীরজ চোপড়া। নীরজ ই প্রথম ভারতীয় যিনি ডায়মন্ড লিগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন।
কুঁচকিতে চোটের কারণে কমনওয়েলথ গেমসে খেলতে পারেননি নীরজ চোপড়া। তিনি তখন জানিয়েছিলেন, ডায়মন্ড লিগে ফিরবেন। সেইমত ডায়মন্ড লিগে খেলতে নেমেই বাজিমাত করলেন নীরজ। ৮৯.০৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে রেকর্ড গড়লেন তিনি। লুসানে আয়োজিত ডায়মন্ড লিগে সাত পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন অলিম্পিকসে সোনাজয়ী নীরজ চোপড়া। সুইৎজারল্যান্ডের জুরিখে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর ডায়মন্ড লিগের ফাইনালে দেখা যাবে নীরজকে। ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলারও যোগ্যতা অর্জন করে ফেললেন ভারতের সোনার ছেলে।
নীরজ জানিয়েছেন, আজকের পারফরম্যান্সে আমি দারুণ খুশি। চোটের জন্য কমনওয়েলথ গেমসে খেলতে পারিনি। এখানে ভাল পারফর্ম করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারলাম।
Comments are closed.