২ লক্ষাধিক কোভিশিল্ড পৌঁছল বাংলায়, গতি পাবে টিকাকরণ
বুধবার আসা নতুন স্টোকের ফলে ১৮ থেকে ৪৫ বছর বয়েসীদের জন্য টিকাকরণ কর্মসূচি গতি পাবে বলে মনে করা হচ্ছে
স্বস্তির খবর। বুধবার সকালে রাজ্যে এসে পৌঁছল ২ লক্ষ ১২ হাজার ৪৬০ কোভিশিল্ড টিকা। রাজ্যের কেনা এই টিকা সকাল ৯ টা নাগাদ বিমানবন্দরে এসে পৌঁছায়। নতুন স্টক আসায় রাজ্যে টিকার অভাব অনেকটাই মিটবে বলে আশাবাদী স্বাস্থ্য আধিকারিকরা।
বর্তমানে রাজ্যে ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণ চলছে। কেন্দ্রের নয়া নির্দেশ অনুযায়ী ১৮ থেকে ৪৫ বছর বয়েসীদের জন্য টিকাকরণ চালু হলেও, পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে বহু জায়গাতেই তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরু করা যায়নি। এই পরিস্থিতি ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণের জন্য দ্বিতীয় দফায় টিকা এল রাজ্যে। এর আগেও রাজ্যের বরাত দেওয়া কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা এসে পৌঁছেছে।
বুধবার আসা নতুন স্টোকের ফলে ১৮ থেকে ৪৫ বছর বয়েসীদের জন্য টিকাকরণ কর্মসূচি গতি পাবে বলে মনে করা হচ্ছে। এদিন কলকাতা বিমানবন্দর থেকে বাগবাজার সেন্ট্রাল স্টোরে ভ্যাকসিনের ডোজ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে টিকা বণ্টন করা হবে।
Comments are closed.