ইকোপার্ক ভ্রমণ হবে আরও আকর্ষণীয়; পাশেই তৈরি হচ্ছে চিড়িয়াখানা 

আলিপুর চিড়িয়াখানার পর দ্বিতীয় চিড়িয়াখানা পেতে চলেছে শহরবাসী। ইকোপার্কের পাশেই তৈরি হচ্ছে নতুন চিড়িয়াখানা। আগামী এক বছরের মধ্যেই দর্শকদের জন্য সেটি খুলে দেওয়া হবে বলে খবর। 

হিডকো সূত্রে খবর, নিউটাউনের হরিণালয়কে পুরোপুরি চিড়িয়াখানা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যেই পরিকল্পনা বাস্তবায়িত করতে চান মুখ্যমন্ত্রী। আর জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরেই আলিপুর চিড়িয়াখানা স্থানান্তরের জন্য পরিকল্পনা চলছে। নতুন চিড়িয়াখানা তৈরি সেই পরিকল্পনারই একটি অংশ বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। আলিপুর চিড়িয়াখানার বাঘ, সিংহ, কুমির, থেকে শুরু করে হরেকরকমের পশু নতুন চিড়িয়াখানাতেও দেখা যাবে। 

হিডকো’র এক আধিকারিক জানিয়েছেন, হরিণালয়ে চিড়িয়াখানা তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। জেব্রা, জিরাফ, জলহস্তীদের থাকার জায়গা তৈরি হয়েছে। পাখিদের জন্যও নির্দিষ্ট জায়গা প্রস্তুত হয়ে গিয়েছে। তবে বাঘ, সিংহ-এর মতো মাংসাশী পশুদের অবস্থল তৈরির কাজ এখনও বাকি রয়েছে বলে খবর। কারণ, মাংসাশী প্রাণীদের জন্য অবস্থল তৈরিতে সেন্ট্রাল জু অথরিটির অনুমোদন লাগে। সেই অনুমোদন পেলেই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। 

বর্তমানে শহরের অন্যতম দর্শনীয় স্থান ইকো পার্ক। রোজই বহু মানুষ আসেন সেখানে। শীতকালে ইকোপার্ককে ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয়। চিড়িয়াখানা শুরু হলে ইকোপার্ক ভ্রমণ আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদী ইকোপার্ক কর্তৃপক্ষ। 

Comments are closed.