সশস্ত্র বাহিনী নিয়ে বুথে ঢুকলেন নিশীথ প্রামাণিক, কমিশনে উদয়ন গুহ

দিনহাটায় সশস্ত্র দেহরক্ষী নিয়ে বুথে ঢুকলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ফোনে সেই ছবি তুলে রাখেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনে অভিযোগ জানিয়েছেন উদয়ন গুহ।

এই বিষয়ে নিশীথ প্রামাণিক জানিয়েছেন, দিনহাটায় অনেক বুথে অবৈধ জমায়েত হচ্ছে । অবাধ নির্বাচনে বাধা দিচ্ছে তৃণমূল বলে অভিযোগ নিশীথ প্রামাণিকের।

অন্যদিকে তৃণমূল প্রার্থী উদয়ন গুহর সামনেই বাড়ির সদস্য়কে সঙ্গে নিয়ে ভোট দিলেন ভোটার। দিনহাটার রুইয়ের কুঠি প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় ভোটার জানান, তাঁর বাড়ির সদস্য অসুস্থ, তাই তাঁকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছেন তিনি।

Comments are closed.