২ সেপ্টেম্বর পর্যন্ত কোনও পদক্ষেপ নয়, অভিষেকদের মামলায় রেকর্ড চেয়ে পুলিশকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের
২ সেপ্টেম্বরের মধ্যে অভিষেক ব্যানার্জিদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের ভিত্তিতে ভিডিও ফুটেজ তলব ত্রিপুরা হাইকোর্টের। এর মধ্যে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না, পুলিশকে নির্দেশ আদালতের।
সপ্তাহ দুয়েক আগে শনিবার ত্রিপুরায় আক্রান্ত হন দেবাংশু, সুদীপরা। তারপরের দিনই ত্রিপুরা যান তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তাঁর সঙ্গে ছিলেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, দোলা সেন। দেবাংশুদের গ্রেফতারির অভিযোগে থানায় ধর্ণা দেন অভিষেক ব্যানার্জিরা। পুলিশের কাজে বাধা দেওয়া, দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মামলা দায়ের করে খোয়াই থানার পুলিশ। বুধবার এই মামলারই শুনানি ছিল ত্রিপুরা হাইকোর্টে। সেই সঙ্গে পুলিশকে কেস ডায়রিও জমা দিতে বলা হয়েছে।
এদিন বিচারপতি অনিল কুরেশির বেঞ্চে মামলার শুনানি হয়। বিচারপতি কুরেশি ঘটনার দিন থানার ভিতরের সিসিটিভি ফুটেজ তলব করেন খোয়াই থানার কাছে। সেই সঙ্গে এও নির্দেশ দেন, ২ সেপ্টেম্বর পর্যন্ত এই মামলার কোনও পদক্ষেপি নিতে পারবে না পুলিশ। অর্থাৎ অভিষেক ব্যানার্জিদের বিরুদ্ধে কোনও চার্জশিট বা ফাইনাল রিপোর্ট জমা দিতে পারবে না পুলিশ।
উল্লেখ্য অভিষেকের ধর্ণার দিনই ত্রিপুরা আদালতে জামিন পান দেবাংশুরা। দেবাংশু, সুদীপ,জয়াদের নিয়েই কলকাতায় ফেরেন ডায়মন্ড হারবারে সাংসদ। আর দেবাংশুদের জামিন পাওয়ার দু’দিন পরেই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ফের এফআইআর করে ত্রিপুরার পুলিশ।
ঘাসফুল নেতৃত্ব একাধিকবার ত্রিপুরা পুলিশের এই আচরণ-এর তীব্র সমালোচনা করেছেন।
Comments are closed.