রাস্তায় অমিল বেসরকারি বাস, যাত্রী দুর্ভোগ

শুরু হয়েছে বাস চলাচল। সরকারি বাস চললেও সেইভাবে চলছে না বেসরকারি বাস। শহর থেকে জেলা একই ছবি সর্বত্র। অনেক জায়গায় বাসের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।

পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বাস মালিকদের আবেদন করেছিলেন, মানুষের স্বার্থে বাস চালান। সরকার আপনাদের বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় কার্যত দেখা মেলেনি বেসরকারি বাসের। যদিও চলছে সরকারি বাস। বাধ্য হয়ে সরকারি বাসে বাড়ছে ভিড়।

রুবি মোড়ে বাসের লাইনে লম্বা লাইন। এর ফলে শিকেয় উঠেছে কোভিডের দূরত্ব বিধি। বাসের সংখ্যা কম থাকায় ক্ষুব্ধ যাত্রীরা।

বুধবার থেকেই রাজ্যে সরকারি ও বেসরকারি বাস, অটো ও টোটো চলবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। কিন্তু বেঁকে বসে বেসরকারি বাস সংগঠনের মালিকরা। ৫০% যাত্রী নিয়ে পুরোনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয় বলে জানিয়ে দেয় তাঁরা। সেইমত এদিন সরকারি বাস চললেও দেখা নেই বেসরকারি বাসের।

কলকাতা ছাড়াও জেলাজুড়ে দেখা যায় একই ছবি। উত্তরবঙ্গের মালদার চাঁচল-কলকাতা, চাঁচল-মালদা ও চাঁচল-রায়গঞ্জ সরকারি বাস পরিষেবা চালু হলেও এই রুটগুলিতে চলছে না বেসরকারি বাস।

Comments are closed.