কোনও বুথেই হচ্ছে না পুনর্নির্বাচন, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন

আর কোনও বুথেই হচ্ছে না পুনর্নির্বাচন। জানিয়ে দিল নির্বাচন কমিশন। রবিবার ভোটের নামে প্রহসন হয়েছে। ভোট লুঠ করেছে তৃণমূল। অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধী দল বাম, বিজেপি ও কংগ্রেস। পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধিরা। কমিশন জানিয়েছিল এই নিয়ে সোমবার সিদ্ধান্ত নেবে তাঁরা। কিন্তু কোনও বুথেই হচ্ছে না পুনর্নির্বাচন, জানিয়ে দিল কমিশন।

রবিবার নির্বাচন চলাকালীন সময় থেকে গভীর রাত পর্যন্ত কমিশনের কাছে প্রায় ৫০০ অভিযোগ জমা পড়ে। এর মধ্যে বিজেপির তরফেই ৪০০ অভিযোগ করা হয়েছিল। সন্ধ্যেবেলায় কমিশনের অফিসের বাইরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতারা। রাতেই কমিশন জানিয়ে দেয়, শহরের কোনও বুথই দখল হয়নি। সোমবার সকালেও একথা জানিয়েছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের দাবি, দুএকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবেই হয়েছে ভোট। তাই কোনও বুথেই পুনর্নির্বাচন করানো হচ্ছে না।

বিরোধীরা দাবি করেছিল, বোমাবাজি, ছাপ্পাভোট হয়েছে। কিন্তু কোনও প্রমাণ তাঁরা কমিশনের সামনে জমা করতে পারেনি। অন্যদিকে কলকাতা পুরভোটে অশান্তি ও সন্ত্রাসের অভিযোগে আদালতের দ্বারস্থ সিপিএম ও বিজেপি। কলকাতা পুরভোটে শহরজুড়ে অশান্তি হয়েছে এই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে মামলা দায়ের করেছে সিপিএম ও বিজেপি। সমস্ত মামলার শুনানি হবে আগামী ২৩ ডিসেম্বর।

Comments are closed.