সপ্তাহের প্রতজম দিন ব্যাহত হাওরা-খড়্গপুর শাখার ট্রেন চলাচল। সোমবার সকালে উলুবেড়িয়ার কাছে ঘোড়াঘাটা স্টেশনে রেল লাইনের ওপর খারাপ হয়ে যায় একটি ইট বোঝাই ম্যাটাডোর। এর ফলে টকে পড়ে খড়্গপুর ডাউন লাইনের সব ট্রেন। সপ্তাহের প্রথম দিন অফিস টাইমে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
প্রায় আধ ঘণ্টা পর ইট বোঝাই ম্যাটাডোর সরাতে এগিয়ে আসেন স্থানীয়রা। ম্যাটাডোর থেকে নামানো হয় সব ইট। এরপর হালকা ম্যাটাডোর লাইন থেকে ঠেলে বাইরে আনা হয়। এরপর প্রায় ১ ঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। খবর পেয়ে অনেকটা সময়য় পর ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। রেলযাত্রীরা ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন, স্থানীয়রা না থাকলে গন্তব্যে পৌঁছাতে আরও দেরি হত। স্থানীয়রা ম্যাটাডোর থেকে ইট নামিয়ে তা হালকা করে লাইন থেকে সরিয়ে দেওয়ার পর ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা।
সম্প্রতি জানা গিয়েছে, হাওড়া ডিভিশনে হাওড়া ও বর্ধমান শাখায় ১৫ দিন ধরে বাতিল থাকবে ১৪ টি ট্রেন। নন ইন্টারলকিংয়ের পর এবার ওভারহেডের কাজের জন্য এই শাখার মধ্যে ১৫ দিন ধরে বাতিল থাকবে ১৪ টি ট্রেন। জানা গিয়েছে, হাওড়া থেকে প্রতিদিন ৭ টি আপ ট্রেন বাতিল থাকবে। ডাউন লাইনে বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত বাতিল থাকবে দুটি ট্রেন। পান্ডুয়া, তারকেশ্বর, গুড়াপ, শ্রীরামপুর ও মাশাগ্রাম থেকে একটি করে ডাউন ট্রেন বাতিল থাকবে।
Comments are closed.