কৃষক বিরোধী মোদী সরকার, গান্ধী মূর্তির পাদদেশে প্ল্যাকার্ড হাতে বেনজির বিক্ষোভ বিরোধী সাংসদদের, দেখুন ফটো গ্যালারি

মোদী সরকারের জোড়া কৃষি সংস্কার বিল নিয়ে তোলপাড় দেশের সংসদের উচ্চ কক্ষ। রবিবার ধ্বনিভোট নিয়ে গোলমালের পর সোমবার তৃণমূল-সিপিএম-কংগ্রেসের ৮ সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। পাশাপাশি ১২ টি বিরোধী দলের আনা ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও খারিজ হয়ে যায়। এরই প্রতিবাদে সাসপেন্ডেড তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে সংসদের গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালেন বিরোধী দলের সাংসদেরা।

মোদী সরকার কৃষক বিরোধী। এই স্লোগান তুলে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা শুরু করেন বিরোধী সাংসদরা। তাতে হাজির ছিলেন সমাজবাদী পার্টি, ডিএমকে, সিপিএম, সিপিআই, আপ, আইইউএমএল, টিআরএস এবং তৃণমূলের সাংসদেরা। ডেরেক জানান, শিবসেনা ও এনসিপি সাংসদরাও যোগ দিতে আসছেন।

ধরনা কর্মসূচিতে সাংসদদের হাতে ছিল বাংলা, হিন্দি ও ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড। তার কোথাও লেখা মোদী সরকার কৃষক বিরোধী আবার কোথাও বাংলায় লেখা আমরা কৃষকদের জন্য লড়বো। আবার কোনও প্ল্যাকার্ডে লেখা লজ্জা, লজ্জা!

Comments are closed.