বাংলায় জারি হোক রাষ্ট্রপতি শাসন, সুপ্রিম কোর্টে মামলা আইনজীবী ঘনশ্যামের

তিনি কোর্টের কাছে আবেদন করেছেন, সুপ্রিম কোর্টের উচিত পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা নিয়ে সেখানকার রাজ্যপালের কাছে একটি বিস্তারিত রিপোর্ট চাওয়া

বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা ঘনশ্যাম উপাধ্যায় নামে এক আইনজীবীর।

বাংলায় আইনের শাসন নেই। যে ভাবে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় সরকারের উচিত ৩৫৬ ধারা অনুযায়ী পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা, পিটিশনে দাবি জানিয়েছেন ঘনশ্যাম।

আইনজীবীর অভিযোগ, শুধুমাত্র বিজেপি কর্মী অথবা সমর্থক হওয়ার জন্য বাংলায় ১৬ জনকে খুন হতে হয়েছে। পিটিশনে তিনি জানিয়েছেন, একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে এই ১৬ জনের হত্যার তদন্ত করা হোক।

তিনি কোর্টের কাছে আবেদন করেছেন, সুপ্রিম কোর্টের উচিত পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা নিয়ে সেখানকার রাজ্যপালের কাছে একটি বিস্তারিত রিপোর্ট চাওয়া। এবং তার ভিত্তিতে ঘোষণা করা হোক যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, রাজ্যের সংবিধানিক কাঠামো সম্পূর্ন ভেঙে পড়েছে।
পিটিশনে ওই আইনজীবীর বক্তব্য, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেলগুলির খবরের জেরে জানা যাচ্ছে, ১৬ জন বিজেপি কর্মী সমর্থক খুন হয়েছে তৃণমূলের গুন্ডাদের হাতে।

ওই ব্যক্তির সরাসরি অভিযোগ, রাজ্যবাসী মূলত যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন তাঁদের এবং তাঁদের সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে সেখানকার তৃণমূল সরকার কোনোরকম প্রশাসনিক ক্ষমতার ব্যবহার করছে না।

Comments are closed.