এবার ভুয়ো DSP! চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৩৫ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ৪

পুলিশের জালে আরও এক ভুয়ো সরকারি অফিসার। নিজেকে DSP পরিচয় দিয়ে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৩৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

ভুয়ো পুলিশকর্তা কাণ্ডে মাসুদ রানা সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, শালবনির এক যুবককে পুলিশে চাকরি দেওয়ার নাম করে ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। ওই যুবকের পাঁচ বন্ধুও একই প্ৰতরণার শিকার বলে জানা যাচ্ছে।

মেদিনীপুরের পাশাপাশি কলকাতার চাঁদনি চকের এক হোটেলে যুবকদের ডেকে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে পুলিশের কাছে জানিয়েছেন তাঁরা। যুবকের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত মাসুদ রানা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে এখনও পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর।

দেবাঞ্জন কাণ্ডের পরেই পুলিশের জালে একের পর এক ভুয়ো সরকারি কর্তা গ্রেফতার হচ্ছেন। দেবাঞ্জনের পর পার্কস্ট্রীট থেকে নীল বাতি লাগানো ভুয়ো সিবিআই অফিসার গ্রেফতার হন, সম্প্রতি সনাতন চৌধুরী নামে প্রতারণায় অভিযুক্ত আরেকজন গ্রেফতার হন গড়িয়াহাট এলাকা থেকে। এবার পুলিশের জালে ভুয়ো DSP!

Comments are closed.