২০ নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ফুটবলের মহাযুদ্ধ। এবারের আয়োজক দেশ কাতার। বিশ্বকাপ আয়োজনে সাজ সাজ রব গোটা কাতার জুড়ে। বিশ্বকাপের জন্য তৈরি ৮টি স্টেডিয়াম নিয়ে ইতিমধ্যেই সারা বিশ্বে চর্চা শুরু হয়েছে। তবে সব থেকে অবাক করেছে দোহা বন্দরের নিকটবর্তী স্টেডিয়াম Stadium 974. জানা গিয়েছে, এটি একটি পোর্টেবল স্টেডিয়াম। অর্থাৎ স্টেডিয়ামটাকে এমনভাবেই তৈরি করা হয়েছে যে দরকারে তা সরিয়েও নিয়ে যাওয়া যাবে।
সাংবাদ সংস্থা সূত্রে খবর, ৪০ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি তৈরি হয়েছে জাহাজের কন্টেনার দিয়ে। এমনভাবেই এটি তৈরি করা হয়েছে যে প্রয়োজনে ভাগে ভাগে খুলে নিয়ে এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যাবে। স্টেডিয়ামটি তৈরি করেছে, জার্মানির বিখ্যাত স্থাপত্য সংস্থা, এএস পি এলবার্ট স্পিয়ার এন্ড পার্টনার জিএমবিএইচ।
২০২১-এর ফিফা আরব কাপ হয়েছিল কাতারে। তখন স্টেডিয়ামে ৯৭৪ সিরিয়া ইউএসএ-এর খেলা হয়েছিল। জানা গিয়েছে, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলাগুলো হবে স্টেডিয়াম ৯৭৪-এ।
Comments are closed.