কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব

মহাষষ্ঠীর দিন রাজ্য পেল নতুন প্রধান বিচারপতি। সপ্তাহের প্রথম দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব। তাঁকে শপথ বাক্য পাঠ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের তরফে এদিন উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী তথা কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম, আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি অনুষ্ঠানে হাজির ছিলেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত। 

পুজোর ছুটি থাকায় হাইকোর্ট চত্বর কার্যত ভিড় শূন্য ছিল। হাইকোর্টের এক নম্বর কক্ষে শপথ নেন প্রধান বিচারপতি। এতদিন কলকাতা হাইকোর্টের কোনও স্থায়ী প্রধান বিচারপতি ছিলেন না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলেছেন রাজেশ বিন্দল। 

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এতদিন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন। ২০০৮ থেকে ২০২১ প্রায় ১৩ বছর মধ্যপ্রদেশ হাইকোর্টেট বিচারপতি ছিলেন তিনি। সেখান থেকে পদন্নোতি হয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন তিনি। 

এদিকে সদ্য প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে যাচ্ছেন। 

Comments are closed.