বাসে চাপিয়ে পুজো পরিক্রমা, দুর্গাপুজো উপলক্ষ্যে বিশেষ প্যাকেজ NBSTC-র

এবার দুর্গাপুজো উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অথবা NBSTC। বাসে করে যাত্রীদের পুজো পরিক্রমা করানো হবে বলে জানা গিয়েছে। প্রতি যাত্রী পিছু ৩০০ টাকা করে ধার্য করা হয়েছে। এই টাকার মধ্যে পুজো পরিক্রমার পাশাপাশি রাতে খাবার দেওয়া হবে যাত্রীদের।

কোভিডের কারণে গত কয়েক বছর দুর্গাপুজোয় সেইভাবে আনন্দ করতে পারেননি বাংলার মানুষ। তাই এইবার কোভিড আতঙ্ক কাটতেই আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। প্রতিটি প্যান্ডেলে প্রচুর ভিড় হবে। তাই দর্শনার্থীদের সুবিধার জন্য এই বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। তবে ভিড়ের কথা মাথায় রেখে সপ্তমী, অষ্টমী, নবমী বা দশমী নয়, চতুর্থী ও পঞ্চমীতে শিলিগুড়ি শহরের নামী পুজো প্যান্ডেলগুলি ঘোরানো হবে।

NBSTC সূত্রে খবর, টিকিট কেটে বাসে চেপে পুজো পরিক্রমার পাশাপাশি ৩,০০০ টাকা খরচ করে গাড়ি বুকিং করে প্যান্ডেল হপিং করা যাবে। দোতলা বাসে চেপে কোচবিহার ঘোরানোর ব্যবস্থা করেছে NBSTC। সবুজের হাতছানি নামে এই প্রকল্পে পুজো পরিক্রমার পাশাপাশি ডুয়ার্স ও পাহাড়ের বিভিন্ন স্থানে ঘোরানোর ব্যবস্থা করেছে NBSTC

Comments are closed.