কেরলে বন্যা পরিস্থিতি জটিল, সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর

ক্রমে ঘোরালো হচ্ছে কেরলের বন্যা পরিস্থিতে। এই অবস্থায় কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে সাহায্যের আবেদন ও আর্থিক সহযোগিতার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল বলেছেন, বিগত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে কেরল। রাজ্যের একাধিক জেলায় বন্যার জেরে সেখানকার অর্থনীতি ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে ব্যাপক প্রভাব পড়েছে। চিঠিতে রাহুল লিখেছেন, উদ্ধারকাজ ও ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসনের স্বার্থে কেন্দ্রের তরফে দ্রুত কেরল সরকারকে আর্থিকসহ যাবতীয় সাহায্য প্রদান করা উচিত। লাগাতার বৃষ্টি, বন্যা ও সাম্প্রতিক সাইক্লোনের জেরে কেরলের মৎস্য ব্যবসা ও মৎস্যজীবীরা যে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন, এদিনের চিঠিতে তাও উল্লেখ করেছেন কংগ্রেস সভাপতি।
উল্লেখ্য, কেরলের প্রায় ৮ টি জেলায় ভয়ালরূপ ধারন করেছে বন্যা পরিস্থিতে। আগামী ১৪ আগস্ট পর্যন্ত ওই সব এলাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগের জেরে ইতিমধ্যেই ৩০ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া প্রায় ৫৪ হাজার মানুষ।

Leave A Reply

Your email address will not be published.