দেশের ৬, ১০০ স্টেশনে বিনামূল্যে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দিচ্ছে রেল

রেল স্টেশনে এবার থেকে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট পাওয়া যাবে। একটি বিবৃতি জারি করে জানিয়েছে রেলটেল। ৬,১০০ টি রেল স্টেশনের মধ্যে ৫,০০০স্টেশনই রয়েছে গ্রামীণ এলাকায়। রেলটেলের এই প্রজেক্টে আছে কাশ্মীরের একাধিক রেল স্টেশন।

এবিষয়ে রেলটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিষেবার নাম দেওয়া হয়েছে রেলওয়ার।  এর মাধ্যমে আন্তর্জাতিকমানের হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে।

তবে এর মাধ্যমে যে সবসময়ই ফ্রি-পরিষেবা পাওয়া যাবে এমন নয়। প্রথম ৩০ মিনিটের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। স্পিড থাকবে 1mbps। এর পরের ৩০ মিনিট যদি কেউ আরও ভালো স্পিড পেতে চান তাহলে তাঁদের প্রতিদিন ১০ টাকা খরচ করতে হবে। এই প্ল্যানে ৫ জিবি ডেটার ব্যবহার করা যাবে। যার স্পিড থাকবে 34 MBPS।

 

 

Comments are closed.