মহালয়াতে বৃষ্টির ভ্রূকুটি, আগামী ২৪ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস, পুজোতেও বৃষ্টি? চিন্তায় বাংলা

মহালয়ার দিনও নিম্নচাপ শঙ্কা। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। কিন্তু সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এর মধ্যেই প্রশ্ন উঠছে, বৃষ্টিতে পুজোর আনন্দও কি পণ্ড হতে চলেছে? কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, মালদহ, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে কি না সেভাবে পরিষ্কার কিছু না জানালেও, আবহবিদদের একাংশের মতে, বৃষ্টি না হলেও দুর্গাপুজোর সময় শরতের নীল আকাশ দেখতে পাওয়ার আশা কম। এই পরিস্থিতিতে কপালের চিন্তার ভাঁজ পড়ছে পুজো উদ্যোক্তা, দোকানদার থেকে সাধারণ মানুষের। শুক্রবারও কলকাতার নানা প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ইতিমধ্যে কলকাতার বিভিন্ন মণ্ডপের কাজ বেশ পিছিয়ে পড়েছে। বিশেষত প্যান্ডেলের বাইরের কাজ কিছুই করা যায়নি। প্রতিমার রঙ শুকোনোর কাজেও অসুবিধায় পড়েছেন মৃৎ শিল্পীরা। অন্ধ্র উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে পুজোর মুখে বেচাকেনা মার খাচ্ছে। অসুবিধায় পড়েছেন বাজারমুখী জনতাও। নিম্নচাপ স্থায়ী হলে পুজোর দিনগুলোও বৃষ্টিতে ভাসবে বলে আশঙ্কা।
তবে আশা ছাড়ছে না বাঙালি। প্রত্যেকেরই আশা, অন্তত পুজোর দিনগুলোতে বৃষ্টি বন্ধ হয়ে শরতের নীল আকাশ উঁকি দেবে।

Comments are closed.