তৃণমূলে যোগ দিলেন তরাই ডুয়ার্স অঞ্চলের আদিবাসী নেতা রাকেশ লাকড়া

তৃণমূলে যোগ দিলেন তরাই ও ডুয়ার্স অঞ্চলের ‘টাইগার’ বলে পরিচিত নেতা রাজেশ লাকড়া। সোমবার ভারতীয় মূলনিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট লাকড়া তৃণমূলে যোগ দেন। তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তৃণমূলের দাবি, চা বাগান শ্রমিকদের মধ্যে এতে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে। মুখ্যমন্ত্রী যে ভাবে চা বাগান শ্রমিকদের উন্নয়ন করেছেন তাঁর উন্নয়নের কাজে সাড়া দিয়ে তৃণমূলে যোগ দিলেন লাকড়া।
তরাই ডুয়ার্স অঞ্চলের নেতা লাকড়ার দাবি, আগে চা -বাগান শ্রমিকরা ৬৭ টাকা ক্যাশ পেতেন। এখন তা পৌঁছছে ১৭৬ টাকায়। চা সুন্দরী প্রকল্পে রাজ্য সরকার শ্রমিকদের নিজস্ব বাড়ি তৈরি করে দিয়েছে। লাকড়া বলেন, চা বাগান শ্রমিক ও আদিবাসী আন্দোলনের সঙ্গে যুক্ত আমি। মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাই। ইতিহাসে আর কেউ আদিবাসী ও চা শ্রমিকদের এমন উন্নতি করতে পারেনি। আমাদের দাবি মেনে, ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে ছুটি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পারিশ্রমিক বৃদ্ধি হয়েছে চা শ্রমিকদের। বাম আমলে এক টাকা দু’টাকা বাড়ত। আমি এই কারণে মমতার ডাকে সাড়া দিয়ে আদিবাসীদের উন্নয়নের জন্য যোগ দিলাম। তৃণমূলকে ভোট জিতিয়ে সম্মান দেব।

Comments are closed.