ত্রিপুরায় নতুন রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল। ত্রিপুরার ইনচার্জ করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জিকে। সেই সঙ্গে ত্রিপুরার প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিককে রাজ্য সভাপতি করা হয়েছে।
মোট ১৩২ জনকে নিয়ে তৈরি হয়েছে রাজ্য কমিটি। যেখানে ৮ জন সহ সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১৪ জন সচিব, ৭২ জন কার্যনির্বাহী সদস্য এবং ৭ জন যুগ্ম সম্পাদক। এদিন ফেসবুকে নতুন রাজ্য কমিটির সম্পূর্ণ তালিকা পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে।
উল্লেখ ২০২৩ মার্চে ত্রিপুরায় ভোট। সেই উদ্দেশ্যে এখন থেকেই ত্রিপুরায় ঝাঁপাতে চাইছে তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। এর আগে সংগঠন গড়তে একাধিকবার ত্রিপুরা গিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। গত পুরভোটেও সে রাজ্যে লড়েছে ঘাসফুল শিবির। তখনও রাজীব ব্যানার্জি, সুবল ভৌমিকদের দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। নতুন রাজ্য কমিটিতেও দেখা গেল তাঁদেরকেই শীর্ষে রেখে রাজ্য কমিটি গঠন করেছে ঘাসফুল শিবির।
Comments are closed.