প্রসার ভারতীর প্রাক্তন CEO জহর সরকারকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন জহর সরকার। দলের ট্যুইটার হ্যান্ডলে এই খবর জানানো হয়েছে। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া সাংসদ পদের জন্য কার নাম ঘোষণা করা হয় তা নিয়ে জল্পনা চলছিল। শনিবার তৃণমূল জানিয়ে দিল দীনেশের ছেড়ে যাওয়া আসনে প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা অবসরপ্রাপ্ত আইএএস জহর সরকারকে মনোনীত করেছে। 

তৃণমূলের করা ট্যুইটে বলা হয়েছে, শ্রী সরকার ৪২ বছর ধরে উচ্চসরকারি পদে সাফল্যের সঙ্গে কাজ করেছেন, সিইও হিসেবে সামলেছেন প্রসার ভারতীর মতো সংস্থা। দেশ সেবায় তাঁর অগাধ অভিজ্ঞতা আমাদের দলকে আরও ভালভাবে এগিয়ে যেতে সাহায্য  করবে। 

দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া রাজ্যসভা পদে কার নাম ঘোষণা হয় তা নিয়ে ব্যাপক জল্পনা ছিল। বাজপেয়ী জমানার কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁকে দীনেশের আসনে রাজ্যসভায় পাঠাতে পারে তৃণমূল বলে শোনা যাচ্ছিল। পরবর্তীতে মুকুল রায়ের নামও শোনা যায়। কিন্তু সমস্ত জল্পনার অবসান করে তৃণমূল জানিয়ে দিল রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন শীর্ষ আমলা বঙ্গসন্তান জহর সরকার।  

Comments are closed.