RT-PCR টেস্ট ছাড়া গঙ্গাসাগরে প্রবেশ নয়, বাবুঘাট পরিদর্শনে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী 

করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।চিকিৎসক থেকে শুরু করে বিরোধীদের একাংশ মেলা করা নিয়ে প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতে বুধবার বাবুঘাট পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেলা নিয়ে প্রশাসনের উদ্দেশ্যে বেশ  কিছু নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

তিনি পরিষ্কার জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আরটিপিসিআর টেস্ট ছাড়া গঙ্গাসাগর মেলায় কোনও তীর্থযাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই সঙ্গে মেলা পরিদর্শন কমিটির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, বেশি লোক যাতে একসঙ্গে মেলায় না যান, সেদিকটা নজর রাখতে হবে। মেলায় আগত সন্ন্যাসীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, সাধু সন্তদের বলব আপনারা সহযোগিতা করুন।প্রশাসনের নির্দেশ মেনে চলুন। সকল তীর্থ যাত্রীদের মেলায় স্বাগত জানাচ্ছি।কোভিড, ওমিক্রন আমাদের কারোর হাতে নেই। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে। 

উল্লেখ,  করোনা আবহে মেলা করা নিয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন এক চিকিৎসক। সেই মামলায় হাইকোর্ট একটি নজরদারি কমিটি তৈরী করেছে। কোভিড বিধি মেনে মেলা হচ্ছে কিনা তা নজর রাখবে কমিটি। পাশাপাশি মেলায় প্রবেশের জন্য আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করছে আদালত।    

Comments are closed.