রাজ্যে বাড়ল গরমের ছুটির মেয়াদ, স্কুলগুলিতে ২৭শে জুন পর্যন্ত গরমের ছুটি  

রাজ্যের স্কুলগুলিতে বাড়ানো হচ্ছে গরমের ছুটির মেয়াদ। ২৭শে জুন পর্যন্ত করা হচ্ছে গরমের ছুটি। ১৫ জুন পর্যন্ত ছুটি ছিল আগে। রাজ্য স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে ২৭শে জুন পর্যন্ত থাকবে গরমের ছুটি।

এখনও কমেনি গরমের প্রকোপ। দেখা মেলেনি বর্ষার। এই পরিস্থিতিতে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি আরও ১২ দিন বাড়ানো হল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন।
রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে চিড়ে মেলায় প্রাণহানি এবং অনেকের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্কুলের বাচ্চাদের নিয়ে চিন্তা করেন। এরপরেই তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কে স্কুল ছুটি বাড়ানোর কথা বলেন।

এপ্রিল মাসে প্রচণ্ড গরমে স্কুলে গরমের ছুটি ১৫ মে থেকে এগিয়ে এনে ২ মে করা হয়। এমনকি বেসরকারি স্কুলগুলিতেও ছুটি ঘোষণা করা হয়।

Comments are closed.