উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিকল্পনা; শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল নিয়ে যা জানাল রেল 

আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে। এদিকে শনিবার থেকে নৈহাটি-কল্যাণীর মধ্যে ইন্টারলকিং-এর কাজ চলায়, শিয়ালদহ শাখায় একাধিক লোকাল বাতিল রয়েছে। যার জেরে ভোগান্তির শিকার হচ্ছে নিত্যযাত্রীরা। এই অবস্থায় ওই রুটের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করল রেল। রেলের তরফে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে পরীক্ষার সময়টা ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা হবে।

সোমবার পূর্ব রেলের ডিআরএম জমিয়েছেন, উচ্চ মাধ্যমিকের কথা মাথায় রেখেই আজ রাতের মধ্যেই ইন্টারলকিং-এর কাজ শেষ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই কদিন ২৫ জোড়া ট্রেন বাতিল ছিল। তবে আগামীকাল থেকে পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না।

পলতা, কাঁকিনাড়া, জগদ্দল এই সব এলাকার পরীক্ষার্থীদেরই অসুবিধায় পড়ার কথা। তবে  আগামীকাল তেমন কোনও সমস্যা হবে না বলেই রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

Comments are closed.