মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ বুধবার

বুধবার দুপুরেই প্রকাশিত হবে এই বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট। দুপুর ২ টোর সময় উচ্চমাধ্যমিক সংসদ মধ্যশিক্ষা পর্ষদ যৌথভাবে পরীক্ষার সমওসূচি ঘোষণা করবে।

মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি আগেই জানিয়ে দিয়েছিলেন অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। আর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জুলাই মাসের শেষ সপ্তাহে।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অতিমারিকালে এই বছর ৩ ঘণ্টা পরীক্ষা হবেনা। ৩ ঘণ্টার অর্ধেক অর্থাৎ ১.৩০ মিনিটে পরীক্ষা নেওয়া হবে। নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। তবে ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না এই বছর। শুধুমাত্র মূল বিষয়ের পরীক্ষা হবে। মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি।

উল্লেখ্য, গত বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর লকডাউন শুরু হয়েছিল। লকডাউনের জেরও উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা বাতিল করা হয়েছিল।

এই বছর ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আর ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে ১০ জুন শেষ হওয়ার কথা ছিল।

জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি। কবে পরীক্ষা নেওয়া হবে, তা শিক্ষা দফতর ঠিক করবে বলে জানিয়েছিলেন তিনি।

Comments are closed.