উত্তর থেকে দক্ষিণ, সপ্তাহের প্রথম দিনে বামেদের বনধে বিক্ষপ্তি অশান্তি জেলায় জেলায় 

কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও ট্রেন লাইনে নেমে রেল অবরোধ। কোচবিহারে সরকারি বাসে ভাঙ্গচুরও চালালেন ধর্মঘটীরা। কেন্দ্রের একাধিক  নীতির প্রতিবাদে ২৮ এবং ২৯ মার্চ বামেদের ডাকা বন্ধে এমনই ছবি ধরা পড়ল জেলায় জেলায়। উত্তরে কোচবিহার থেকে শুরু করে দক্ষিণে যাদবপুর ধর্মঘটিদের সঙ্গে বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসার ঘটনা দেখা গেল। 

মোদী সরকারের একাধিক নীতির প্রতিবাদে ২৮ ও ২৯ মার্চ বনধের ডাক দিয়েছে বামেদের শ্রমিক সংগঠনগুলি। এদিন সকাল থেকে বনধের সমর্থনে রাস্তায় নামেন বাম কর্মী সমর্থকেরা। সকালে যাদবপুরের ৮ বি বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকেরা। যাদবপুর স্টেশনে গিয়েও রেল অবরোধ করে তারা। যার জেরে দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। এদিকে লেকটাউন, বাগুহাটিতেও বনধের সমর্থনে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান একদল ধর্মঘটী। বিক্ষোভের ছবি দেখা যায় হাওড়ার ডোমজুড়, উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া স্টেশনেও। ট্রেন অবরোধের জেরে নিত্য যাত্রীরা ভোগান্তির স্বীকার হন। 

এদিকে জনজীবনে স্বাভাবিক রাখতে সব রকমের পদক্ষেপ নিয়েছে রাজ্য। শনিবারই রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়, সমস্ত সরকারি কর্মীদের বনধের দু’দিন অফিসে হাজির থাকতে হবে। সেই সঙ্গে যানবাহন পরিষেবা স্বাভাবিক রাখতে এদিন সরকারের তরফেও অতিরিক্ত বাস নামানো হয়। এদিন সকালে রাসবিহারী মোড়েও SUCI তরফে বনধের সমর্থনে মিছিল করা হয়। জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি থাকলেও মোটের ওপর এদিন জনজীবন স্বাভাবিকই ছিল রাজ্যজুড়ে।  

Comments are closed.