করোনা শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির

অনেক হয়েছে সভা, মিছিল। এবার মানুষকে বিচার করতে দিন। মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।

করোনা সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতির মন্তব্য ভোটের দিন ঘোষণার পর থেকে অনেক মিটিং, মিছিল, জনসভা হয়েছে, এবার থামুন। মানুষকে এবার বিচার করতে দিন। পাশাপাশি কমিশনকে স্বাস্থ্যবিধি মেনে ভোট করানোর নির্দেশ।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। এই অবস্থায় ভোট চলছে বাংলায়। এখনও বাকি ৩ দফার ভোট। এর আগেও গত
বুধবার কড়া নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, করোনা বিধি মেনে ভোট প্রচার করতে হবে। প্রচার সভা ও রোড শোয়ে যে পরিমাণ ভিড় হচ্ছে, তাতে লাগাম টানতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরমধ্যে ফের মঙ্গলবার করোনা সংক্রান্ত মামলায় প্রচারে লাগাম টানতে নির্দেশ দেয় হাইকোর্ট।

এদিন শুনানিতে রাজ্যের যুক্তি, নির্বাচনী আচরণবিধি লাগু হলে কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না রাজ্য। তাই পুরোটাই এখন কমিশনের হাতে। হাইকোর্ট জানায়, করোনা রুখতে সবরকম ব্যবস্থা নেবে কমিশন। কিন্তু নির্বাচন কমিশনকে পুরোপুরি সাহায্য করতে হবে রাজ্যকে। আগামী বৃহস্পতিবার রাজ্য সরকারকে আদালতে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Comments are closed.