প্রাক্তন সাংসদ এবং লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় প্রয়াত

প্রাক্তন সিপিএম সাংসদ, লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। সোমবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি বয়সজনিত নানা রোগে ভুগছিলেন, চিকিৎসাধীন ছিলেন। বয়স হয়েছিল ৮৯ বছর। ২০০৮ সালে পরমাণু চুক্তি ইস্যুকে কেন্দ্র করে সিপিএম ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করলে দলের নির্দেশ মেনে সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকারের পদ থেকে পদত্যাগে রাজি না হওয়ায় দল তাঁকে বহিষ্কার করেছিল।
দীর্ঘ বছর সাংসদ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। সেরা সাংসদের পুরস্কারও পেয়েছেন। জ্যোতি বসু মখ্যমন্ত্রী থাকার সময় রাজ্য শিল্পোন্নয়ন নিগমের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বহু বছর। ২০০৪ সালে বামেদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার গঠিত হলে সোমনাথবাবু লোকসভার স্পিকার হন। তাঁর মৃত্যতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গভীর শোক প্রকাশ করেছেন সিপিএমসহ সমস্ত রাজনৈতিক দলের নেতারাও। ২০০৮ সালে সিপিএম থেকে বহিষ্কৃত হলেও সম্প্রতি দলের সঙ্গে ফের সুসম্পর্ক তৈরি হয়েছিল তাঁর।

Comments are closed.