চার্জশিট বিতর্কে ইডি-সিবিআইকে ফের তলব বিমান ব্যানার্জির 

নারদ মামলায় চার্জশিট বিতর্কে ফের ইডি, সিবিআই কর্তাদের বিধানসভায় ডেকে পাঠালেন বিমান ব্যানার্জি। 

কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার আধিকারিকদের জবাবে সন্তুষ্ট নন বলে আগেই জানিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ। সেই সঙ্গে বলে ছিলেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। ৪ অক্টোবর ফের ইডি সিবিআইকে বিধানসভায় তলব করলেন স্পিকার। 

নারদ মামলায় ইডির জমা দেওয়া চার্জশিটে অন্যান্যদের সঙ্গে নাম রয়েছে ফিরহাদ হাকিম, মিদন মিত্র, সুব্রত মুখার্জিদের। অধ্যক্ষকে না জানিয়ে বিধায়কদের চার্জশিটে নাম রাখা নিয়ে প্রশ্ন তোলেন বিমান ব্যানার্জি। এই ঘটনার জেরে আগেই ইডির রথীন বিশ্বাস এবং সিবিআইয়ের ডিএসপি সত্যেন্দ্র সিংহকে  বিধানসভায় ডেকে পাঠান অধ্যক্ষ। হাজিরা এড়িয়ে যান তদন্তকরি সংস্থার কর্তার। জানা গিয়েছে, বিধানসভায় সচিবের কাছে চিঠি জমা দিলেও অধ্যক্ষের সঙ্গে দেখা করেননি। 

উল্লেখ্য সর্ব ভারতীয় অধ্যক্ষ সম্মেলনেও চার্জশিট বিতর্ক নিয়ে সোচ্চার হন বিমান ব্যানার্জি। সংবিধান অনুযায়ী বিধানসভার সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপের আগে অধ্যক্ষকে জানানো রীতি। কেন্দ্রীয় এজেন্সি অধ্যক্ষকে না জানিয়ে যেভাবে বিধায়কদের নাম চার্জশিটে রেখেছে তাতে বিধানসভার মর্যাদাহানী হয়েছে। 

অধ্যক্ষের দ্বিতীয়বারের তলবে ইডি সিবিআই কর্তারা বিধানসভায় হাজিরা দেন কিনা এখন সেটাই দেখার। 

Comments are closed.