বিজেপির বিরুদ্ধে কথা বললে ইডি, সিবিআই, আমাকে ৯০০ টি সমন পাঠালেও ‘জয় বাংলা’ বলব, গোসাবা থেকে অভিষেক ব্যানার্জি

আমাকে ৯ টি সমন পাঠানো হয়েছে, ৯০০ টি সমন পাঠালেও ‘জয় বাংলা’ বলব। নির্বাচন পেরিয়ে গেছে ৬ মাস। একটাও বিজেপি বিধায়ককে দেখেছেন। কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে তৃণমূল। গোসাবা উপনির্বাচনের প্রচারে এসে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে জনসভায় আসেন অভিষেক। সেই জনসভা থেকে অভিষেক ব্যানার্জি অভিযোগ করে বলেন, বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই ইডি আর সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে।

জনসভার প্রথমেই তিনি জানান, নির্বাচন কমিশনের নীতি মেনেই আমি জনসভা করছি। করোনা বিধিনিষেধ মেনে জনসভা করা হচ্ছে। তৃণমূল আর বিজেপির পার্থক্য বোঝাতে গিয়ে তিনি বলেন, তৃণমূলের প্রতিনিধিরা মানুষের জন্য কাজ করতে গিয়ে কোভিড সংক্রমিত হয়ে প্রয়াত হয়েছেন। আর বিজেপির প্রতিনিধিরা নির্বাচনে জয়ী হয়েও পদ ছেড়ে দিয়েছেন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য।

গোসাবা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কিন্তু কোভিড সংক্রমিত হয়ে মৃত্যু হয় তাঁর। তাই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

 

Comments are closed.