সৈকত শহরে বড় চমক ঘাসফুল শিবিরের! গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগদান নিয়ে তুঙ্গে জল্পনা

ত্রিপুরা, অসমের পর তৃণমূল পা রেখেছে গোয়ায়। সৈকত শহরে সংগঠন বিস্তারে ইতিমধ্যেই উদ্যোগী মমতা ব্যানার্জির দল। আর এর মধ্যেই গোয়ায় বড় চমক দিতে পারে ঘাসফুল শিবির। জানা গিয়েছে, তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার দু’বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও। সূত্রের খবর, সোমবারই তৃণমূলে যোগ দিতে পারেন তিনি। 

ইতিমধ্যেই জমি প্রস্তুত করতে টিম পিকের ২০০ জন গোয়ায় গিয়েছেন। পাশাপাশি তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ান ও প্রসূন ব্যানার্জি পৌঁছেছেন সেখানে। টানা সাত দিন তাঁদের ঠাঁসা কর্মসূচি রয়েছে। এর মধ্যেই বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগ দানের মধ্যে দিয়ে গোয়ার রাজনীতিতে নিজেদের ছাপ ফেলতে চলছে ঘাসফুল শিবির। 

কংগ্রেসের বর্ষীয়ান রাজনীতিকদের মধ্যে অন্যতম লুইজিনহো ফালেরিও। গোয়ার নাভেলিম কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে সাত বার জিতে বিধায়ক হয়েছেন। সেই সঙ্গে উত্তর পূর্বের সাত রাজ্যে কংগ্রেসের সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। এধরনের হেভিওয়েট রাজনীতিক তৃণমূলে এলে জাতীয় রাজনীতিতে তৃণমূলের গুরুত্ব আরও বাড়বে, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। 

উল্লেখ্য, সম্প্রতি ভবানীপুরে ভোট প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন বিজেপির বিরুদ্ধে একমাত্র বিকল্প শক্তি তৃণমূলই। সেই সঙ্গে পর্যায়ক্রমে কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন তিনি।  রাজনৈতিক মহলের মতে, এই আবহে লুইজিনহো ফালেরিও তৃণমূলে যোগদানের জল্পনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।  

 

Comments are closed.