লক্ষ্মীর ভান্ডার থেকে দুয়ারে সরকার, রাজ্যের প্রকল্পের প্রশংসায় বিজেপির জিতেন্দ্র, প্রাক্তন তৃণমূল নেতার ট্যুইট ঘিরে শুরু জল্পনা 

উপনির্বাচনে দুটি কেন্দ্রেই শোচনীয় ভাবে পরাজিত হয়েছে বিজেপি। দু’বারের জেতা  আসানসোল সিটে ৩ লক্ষ্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন অগ্নিমিত্রা পাল। আর বালিগঞ্জে জামানত ধরে রাখতে পারিনি রাজ্যের বিরোধী দল। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য বিজেপির অন্দরে তুমুল শোরগোল শুরু হয়েছে। আর এসবের মধ্যেই জল্পনা বাড়িয়ে ট্যুইট করলেন জিতেন্দ্র তিওয়ারি। উপনির্বাচনে হারের কারণ হিসেবে প্রাক্তন তৃণমূল নেতা ট্যুইটে লিখেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রীর মতো রাজ্যের প্রকল্পগুলো সাধারণ মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। প্রশংসা করেছেন দুয়ারের সরকারেরও। আর যা ঘিরেই শুরু হয়েছে জল্পনা।

রাজ্যে সরকারের প্রকল্পের প্রশংসার মাধ্যমে ফের কি নিজের প্রাক্তন দলকে কোনও বার্তা দিতে চাইছেন জিতেন্দ্র? যদিও অন্য একটি ট্যুইটে জিতেন্দ্র লিখেছেন, ভোট পরবর্তী হিংসার জেরে ভোটারদের মধ্যে ভয়ের পরিস্থিতি তৈরী হয়েছে। যার ফলে, বিরোধী দলের সমর্থকেরা ভোট দিতে যাওয়ার সাহস দেখাননি। মঙ্গলবার সকালে জিতেন্দ্র তিওয়ারির এই দুটি ট্যুইট ঘিরেই নানান রকম জল্পনা শুরু হয়েছে। 

 

রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, আসানসোল বিজেপির শক্তঘাঁটি। তা সত্ত্বেও সেখান রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। উল্লেখযোগ্য বিষয় জিতেন্দ্র তিওয়ারির পান্ডবেশ্বর বিধানসভায় ৯৮ হাজারের ব্যবধানে তৃণমূল লিড দিয়েছে। আর ফলাফলের কয়েকদিনের মধ্যেই তাঁর এই ট্যুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। 

Comments are closed.