ফের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অজিত পাওয়ার, এবার উদ্ধব ঠাকরের সরকারে?

তিনি বিজেপির হাত ধরলেও উপমুখ্যমন্ত্রী, শিবসেনাকে সমর্থন করতে ফিরে এসেও উপমুখ্যমন্ত্রী! গত শনিবারই দেবেন্দ্র ফড়নবিসের হাত ধরে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। এবার শিবসেনার উদ্ধব ঠাকরের সরকারেও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন এনসিপি নেতা অজিত পাওয়ার। এনসিপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার থেকে সরে গিয়ে মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠনে সাহায্য করেছিলেন অজিত। দাবি করেছিলেন, তাঁর পক্ষে আছেন এনসিপির সিংহভাগ বিধায়ক। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে খেলা ঘুরে যায়। ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেওয়ার পরই আস্থাভোটে না গিয়ে প্রথমে উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অজিত পাওয়ার। তার কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার ৮০ ঘণ্টার মধ্যে পদত্যাগ করেন ফড়নবিস। এদিকে এনসিপি প্রধান শরদ পাওয়ারের কাছে ক্ষমা চেয়ে নেন অজিত। এরপরই শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অজিত সিংহ। তবে বৃহস্পতিবার নয়। কয়েকদিন বাদে মহারাষ্ট্রের আরও এক উপমুখ্যমন্ত্রী হিসেবে নাম লেখাতে চলেছেন শরদ পাওয়ারের ভাইপো। অজিত নিজেই জানান, বৃহস্পতিবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে যে ছয় মন্ত্রী শপথ নিচ্ছেন, এই রাউন্ডে তিনি থাকছেন না। তিন দলের আলোচনার পর ক’দিন বাদে অজিত পাওয়ার শপথ নেবেন বলে খবর।

Comments are closed.