স্টার জলসায় মহিষাসুরমর্দিনী এবার সোনামণি, দেবী পার্বতী ও চামুণ্ডার রূপে রয়েছে চমক! খড়িকেও দেখা যাবে এক অন্য রূপে! দর্শকের ঠিক কেমন লাগছে?

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। আনন্দে ভরে উঠবে সারা পৃথিবীর কোনায় কোনায় সমস্ত বাঙালির মন। মা দুর্গা আসছেন এই আমেজটাই যেন একটা অলৌকিক পরিবেশ সৃষ্টি করে ফেলে বাঙ্গালীদের হৃদয়ে। এই দুর্গোৎসবের ঠিক সাত দিন আগে পিতৃপক্ষের শেষ হয়ে শুরু হয় মাতৃপক্ষের শুরু। এ বিশেষ দিনকে মহালয়া হিসেবে বিবেচিত করা হয়। মহালয়ার এই পুণ্য তিথিতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী নামে যে দেবী বন্দনা তা যেন স্বয়ং কৈলাসে আমন্ত্রণ জানান দেবীকে। এর আগে আকাশবাণীকে পাশে রাখলে দূরদর্শনে দেখানো হতো মহিষাসুরমর্দিনী। এখন সমস্ত বেসরকারি চ্যানেলগুলোতেও শুরু হয়েছে এই শো।

সম্প্রতি মহিষাসুরমর্দিনী অর্থাৎ দেবী বন্দনার প্রমো এনেছে স্টার জলসা। আর সেই প্রমোতে অদ্ভুতভাবেই দেবী দুর্গার চরিত্রে মানিয়ে গিয়েছে সোনামণিকে। স্টার জলসার প্রকাশ করা এই প্রমোতে দেখা যাচ্ছে দেবী দুর্গার চরিত্রে রয়েছেন সোনামণি। দেবী পার্বতীর চরিত্রে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায় আর দেবী চামুন্ডার চরিত্রে রয়েছেন স্বস্তিকা ঘোষ অর্থাৎ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা। আর এর পাশাপাশি খড়ি অর্থাৎ সোলাঙ্কি কেও রাখা হয়েছে এক বিশেষ চরিত্রে। মহিষাসুরমর্দিনীর এই শো এর নাম দেওয়া হয়েছে “যা দেবী”।

কোন বড় অভিনেত্রীকে বাদ দিয়ে শুধুমাত্র ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদেরকে নিয়ে এই শো করায় বেশ মুগ্ধ হয়েছে দর্শক। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “সত্যি বলতে, প্রতি বছর ওই same চার-পাঁচজন বাংলা সিনেমার নায়িকাদের ধরে এনে মহালয়ার অনুষ্ঠান করানো দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম..সত্যি বলতে তাদের মধ্যে অনেককে দেবী রূপে মানায়না পর্যন্ত..তবুও সব চ্যানেলগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওই এক সিনেমার নায়িকাগুলোকেই প্রতিবছর নিয়ে আসে পাকরাও করে.. কিন্তু এবছরে জলসার মহালয়ার অনুষ্ঠানের trailer-টা দেখে খুবই ভালো লাগলো…তাদের চ্যানেলের নায়িকাদেরই নিয়েছে…যাদের বেশ মানিয়েছে দেবীর বিভিন্ন রূপে…”

প্রসঙ্গত স্টার জলসার মহিষাসুরমর্দিনী তে কি দুর্গার চরিত্রে অভিনয় করবেন এই নিয়ে হাটাহাটি লড়াই চলছিল দুই অভিনেত্রীর মধ্যে। সোলাঙ্কি এবং সোনামণি এই দুই অভিনেত্রীর মধ্যে এই পরীক্ষায় এগিয়ে গেলেন সোনামণি। কারণ অ্যাক্রোপলিস নাকি সোলাঙ্কি রায়কে দেবী দুর্গা হিসেবে শুটিং করার অনুমতি দেয়নি কারণ তাতে গাঁটছড়ায় নানারকম অসুবিধা হবে। আর এর পরেই দেবী দুর্গার চরিত্রের প্রস্তাব যায় অভিনেত্রী সোনামনি সাহার কাছে। আর এই প্রস্তাবে অভিনেত্রী হ্যাঁ করায় এবারের স্টার জলসার দূর্গা হিসেবে দেখা যাবে তাঁকে।

বর্তমানের মহিষাসুরমর্দিনী শো গুলিতে শুধু একমাত্র দেবী দুর্গার বর্ণনা দেওয়া হয় না। সাথে থাকে দেবীর নব রূপের বর্ণনাও। আর কোন চ্যানেলে কে দেবী দুর্গা হচ্ছেন? কোন অভিনেত্রী দেবী দুর্গার কোন চরিত্রে অভিনয় করছেন? এসব প্রশ্নের উত্তর খোঁজেন দর্শকেরা। যেমন যা প্রথমে জানা গিয়েছিল জি বাংলার দেবী দুর্গা হতে চলেছেন সৌমি। কিন্তু পরে জানা যায় দেবী দুর্গার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। আবার কালার্স বাংলার প্রমোতে দেখা গেছে দেবী দুর্গার চরিত্র থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দর্শকদের পছন্দ অপছন্দের বিষয়টিও বেশ ম্যাটার করে এসব ক্ষেত্রে।

Comments are closed.