সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিক বাংলার পড়ুয়ারা; উৎসাহ দিতে কলেজে কলেজে প্রচারের উদ্যোগ রাজ্যের 

রাজ্যের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করুক। সেই উদ্দেশ্যে এবার উদ্যোগ নিল রাজ্যসরকার।  ডাব্লুবিসিএস বা সর্বভারতীয় স্তরে ইউপিএসসিতে সফল হতে গেলে কীভাবে প্রস্তুতি নিতে হবে, কীভাবে পরীক্ষাগুলোর জন্য পড়াশোনা শুরু করতে হবে, সিভিল সার্ভিস চাকরির গুরুত্ব কী? ইত্যাদি বিষয়ে পড়ুয়াদের বোঝাতে কলেজে কলেজে প্রচার করবে রাজ্য সরকার। শনিবার থেকে এই কর্মসূচির উদ্বোধন হবে বলে খবর।

জানা গিয়েছে, রাজ্যের শিক্ষা দফতর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার যৌথভাবে এই কাজ করবে। শহরের কলজেগুলোর পাশাপাশি জেলা, মফস্বল এমনকী রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই সচেতনতা অভিযান চালাবে রাজ্য। সেই মতো সমস্ত পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা দফতরের দাবি, রাজ্যের যাতে প্রতিটি পড়ুয়া সিভিল সার্ভিস নিয়ে খুঁটিনাটি জানতে পারেন, প্রস্তুতির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন, সেও লক্ষ্যেই এই উদ্যোগ।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য সত্যেন্দ্রনাথ স্টাডি সেন্টার চালু করেছে রাজ্য। বিভিন্ন জেলায় এর শাখাও রয়েছে। ২০২২ সালের ইউপিএসসি পরীক্ষায় রাজ্য থেকে ৭ জন এই সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে প্রস্তুতি নিয়ে ইউপিএসসিতে সফল হয়েছেন।

Comments are closed.