হাইকোর্টের ‘কেন্দ্রীয় বাহিনী’ রায়কে চ্যালেঞ্জ, শনিবারই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য ও কমিশন 

আসন্ন পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলা, সব বুধে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এবার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও রাজ নির্বাচন কমিশন। সূত্রের খবর এমনটাই।

শনি ও রবিবার সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় ই ফাইলিং-এর মাধ্যমে মামলা দায়ের করা হবে বলে খবর। বৃহস্পতিবারই হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, পঞ্চায়েত ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এর পরেই অনেকে একটি সম্ভবনার কথা বলেছিল। হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিমকোর্টে যাবে রাজ্য। সেই মতো এবার দেশের সর্বচ্চ আদালতের দ্বারস্থ হল রাজ্য ও নির্বাচন কমিশন।

৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সব পক্ষেই পঞ্চায়েত পেতে একগুচ্ছ পরিকল্পনা করে রেখেছে।  শনিবারই কালীঘাট নির্বাচন কমিটির বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা ব্যানার্জি। এই আবহে পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয় এখন সেটাই দেখার।

Comments are closed.