যাদবপুর থেকে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী. অন্যদিকে বালি থেকে এবার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। শনিবার সকালে প্রচারে বেরোন এই দুই প্রার্থী।
এলাকার বয়স্ক মানুষদের আশির্বাদ নেন দীপ্সিতা।অন্যদিকে যাদবপুরে শনিবাসরীয় প্রচার সারেন সুজন চক্রবর্তী।
এলাকাবাসীদের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগ সারেন সুজন।
Related Posts
কথা বলেন এলাকার গরীব মজুরদের সঙ্গে।
খুদেদের সঙ্গে মিশে যেতেও দেখা যায় সুজনকে।
Comments are closed.