কবে ফিরছেন তৃণমূলে? সুনীল সিংহ, বিশ্বজিৎ দাসকে নিরাপত্তা দিল রাজ্য

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে ২৪ ঘন্টাও কাটেনি, রাজ্য সরকারের তরফে নিরাপত্তা দেওয়া হল নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ ও বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিত দাসকে।

সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভায় দেখা করতে যাওয়ার পরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুনীল সিংহ এবং বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসের ঘর ওয়াপসির জল্পনা তুঙ্গে উঠেছিল। বারাকপুরের সাংসদ অর্জুন সিংহের আত্মীয় সুনীল সিংহকে ২৪ ঘন্টার মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষী দেওয়ায় সেই জল্পনা এদিন অক্সিজেন পেল। 

সূত্রের খবর রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা রক্ষীর প্রয়োজন নেই বলে জানিয়েছেন সুনীল সিংহ। অন্যদিকে সোমবার রাতেই বিশ্বজিতের কাছে ফোন যায় জেলার পুলিশ কর্তাদের। তাঁকে নিরাপত্তা দিতে চাওয়ার কথা জানানো হয়। বিশ্বজিত দাস এই বিষয়ে পড়ে জানাবেন বলে জানিয়েছেন। 

Comments are closed.