ফের দিল্লিতে শুভেন্দু, শাহ-নাড্ডার সঙ্গে সাক্ষাৎ

ফের দিল্লি সফরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক। জানা যাচ্ছে, এরপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে যাবেন। বর্তমান তিনি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করছেন।

রাজ্য বিজেপিতে গুরুত্ব বাড়ার পরে শুভেন্দুর দিল্লি সফর ঘিরে জল্পনা শুরু হয়ে হয়েছে। বিজেপির দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে কী নিয়ে আলোচনা করবেন তা নিয়েও নানারকম গুঞ্জন শুরু হয়েছে।

সূত্র মারফত খবর, মূলত রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে আরও একদফা আলোচনা করবেন তিনি। বর্তমানে হাইকোর্টের নির্দেশে রাজ্যের ভোট পরবর্তী অশান্তির ঘটনার তদন্ত করছে জাতীয় মানবাধিকার কমিশন।

সেই সঙ্গে ২ জুলাই থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। চলতি অধিবেশনে রাজ্যের বিরোধী দল হিসেবে বিজেপির কী ভূমিকা থাকবে? কোন কোন কৌশলে শাসক দলকে কোণঠাসা করা যায় যে বিষয়েও নাড্ডা-শাহর কাছ থেকে পরামর্শ নিতে পারেন নন্দীগ্রামের বিধায়ক।

ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্যের কাছে এই ঘটনার রিপোর্ট তলব করেছে। দিল্লির বৈঠকে এই বিষয়টিও উঠে আসতে পারে বলে জানা যাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, চলতি অধিবেশনে কসবা কান্ড নিয়ে বিধানসভায় সুর চড়ানোর পরিকল্পনা রয়েছে বিজেপির। বিরোধী দলনেতা হিসেবে এই বিষয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আগাম আলোচনা সেরে রাখতে চাইছেন শুভেন্দু।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই নেতৃত্বের সঙ্গে আলোচনা হতে পারে বলে খবর।
সম্প্রতি মন্ত্রী সভায় রদবদল করতে চলছে মোদী সরকার। বাংলা থেকে কোন কোন সাংসদকে মন্ত্রী করা যেতে পারে তা নিয়েও অমিত শাহ, জেপি নাড্ডা শুভেন্দুর সঙ্গে কথা বলতে পারেন।

সব মিলিয়ে স্বল্প দিনের ব্যবধানে বিরোধী দলনেতার দিল্লি সফর ঘিরে রাজ্য রাজনীতিতে বিস্তর চর্চা শুরু হয়েছে।

Comments are closed.