পুরভোটের আগে সর্বস্তরের তৃণমূল কর্মীকে পুরোদমে ময়দানে নামতে আহ্বান জানালেন রাজ্যের পরিবহণ, সেচ ও জল সম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় এক বিশাল জনসভায় কেন্দ্রীয় সরকারের নানা নীতির তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের কর্মীদের এককাট্টা হয়ে লড়াইয়ে নামতে হবে। তমলুক তৃণমূল কংগ্রেসের ডাকে এদিনের জনসভার আয়োজন করা হয়। বিপুল জমায়েত হয় এদিনের সভায়।
শুভেন্দু অধিকারী জানান, এ রাজ্যে এনপিআর, এনআরসি কিছু হবে না। সাধারণ মানুষের আতঙ্কের কোনও কারণ নেই। লোকসভা নির্বাচনের পর রাজ্যের পরিস্থতি অনেক পাল্টেছে বলেও জানান শুভেন্দু। বলেন, সামনেই পুরভোট, তারপর শুরু হয়ে যাবে বিধানসভা ভোটের প্রস্তুতি। সেদিকে নজর রেখে রাস্তায় নামতে হবে কর্মীদের।