নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায় মুর্শিদাবাদে পদযাত্রা শুভেন্দু অধিকারীর, শান্তি বজায় রাখার আহ্বান

নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরোধিতা করে ও এলাকায় শান্তি ফেরানোর দাবি তুলে মুর্শিদাবাদে রাজনৈতিক কর্মসূচি শুরু করলেন রাজ্যে পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব আইনের বিরোধিতায় সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। বুধবার মুর্শিদাবাদের বেলডাঙা এবং রেজিনগরে দুটি কর্মসূচি করেন শুভেন্দু অধিকারী। শান্তির দাবিতে পদযাত্রা হয়।

বেলডাঙা এবং রেজিনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মিছিল করেন শুভেন্দু অধিকারী। বহু মানুষ যোগ দেন তাঁর মিছিলে। মিছিল থেকেই নাগরিকত্ব আইন এবং এনআরসির তীব্র বিরোধিতা করেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো এ রাজ্যে এনআরসি হবে না। মানুষের আতঙ্কের কিছু নেই। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখতে আহ্বান জানান তিনি।

 

Comments are closed.