ভোটের প্রচারেও সৌজন্যতার ছবি। তৃণমূলের পার্টি অফিসে গিয়ে প্রচারে করছেন বিজেপি প্রার্থী। এমন ছবি দেখা গেল বর্ধমানে। বিজেপি প্রার্থী শ্যামল রায় তৃণমূলের পার্টি অফিসের বাইরে গিয়ে হাত জড়ো করে ভোট চাইছেন।
তিনি পার্টি অফিসের ভিতরে থাকা কর্মীদের ডেকে বলছেন, বাইরে আয়, তোরা যেই দল করিস না কেন, ঘরের ছেলেকে পাড়ার ছেলেকে ভোটটা দিস।
রাজ্যের ১০৮ পুরসভার ভোট ২৭ ফেব্রুয়ারি। জোর কদমে প্রচার সারছেন সব দলের প্রার্থীরা। গেরুয়া শিবিরের প্রার্থী শ্যামল রায় বাড়ি বাড়ি, রাস্তায় গিয়ে হাত জড়ো করে প্রচার করছেন। তিনি জানিয়েছেন, ‘ভোটে জিতলে ‘দুয়ারে কাউন্সিলার’কে পাবেন, একবার পাড়ার ছেলেকে জিতিয়ে কাউন্সিলর করুন।’
এই আবেদন নিয়ে একটি লিফলেট বিলি করেছেন তিনি। সেখানে দুয়ারে কাউন্সিলর হিসাবে নিজের ফোন নম্বর দিয়েছেন বিজেপি প্রার্থী শ্যামল রায়।
যদিও তৃণমূলের পার্টি অফিসে যাওয়ার বিষয়ে শ্যামল রায় জানিয়েছেন, আমার এলাকার মধ্যে সব প্রতিষ্ঠানেই গিয়ে গিয়ে প্রচার করছি। কোন দলের অফিস সেটা কোনও ফ্যাক্টর নয়। পার্টি অফিসে যাঁরা বসেছিলেন তাঁরা আমার পাড়ার ছেলে, তাই ভোট চেয়েছি। এমনকি সিপিএম প্রার্থীর সঙ্গে চা খেয়েছেন বলেও জানান শ্যামল রায়।
Comments are closed.