ফুচকার পর পাহাড়ের কোলে নিজের হাতে মোমো বানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ফুচকার পর এবার পাহাড় সফরে মোমো বানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে রিচম্যালে একটি দোকানে ঢুকে মোমো বানান মুখ্যমন্ত্রী। দোকানের অন্যান্য কর্মীদের সঙ্গে ময়দা বেলে মোমো বানান মুখ্যমন্ত্রী। সেই ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেম তৃণমূল নেত্রী।

এদিন রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হাঁটেন মুখ্যমন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। রাস্তার পাশে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গেও কথা বলেন। তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন। এরপর হঠাৎ করে তিনি ঢুকে পড়েন ওই দোকানে। বেলনা-চাকি হাতে নিয়ে বসে পড়েন মোমো বানাতে।

এবার পাহাড় সফরে এর আগেও মুখ্যমন্ত্রীকে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বানাতে দেখা গিয়েছিল। রিচমন্ড হিল থেকে সিংমারি যাওয়ার পথে ফুচকার একটি স্টলের সামনে দাঁড়িয়ে পড়েন তিনি। তারপর নিজেই শুকনো ফুচকার ভিতরে আলু মাখা, মটর দিয়ে ফুচকা তৈরি করেন। মুখ্যমন্ত্রীর হাতে বানানো ফুচকা খায় খুদেরা।

সংবাদমাধ্যমের ক্যামেরা বন্দি হয় সেই ছবি। বুধবার পাহাড়ে হাঁটতে বেরিয়ে খুদেদের সঙ্গে সময় কাটান তৃণমূল নেত্রী। তাঁদের কোলে তুলে নেন। দুহাত দিয়ে চকোলেট বিলি করেন ছোটদের। সাধারণের সঙ্গে ছবি তোলেন তিনি। পাহাড়ে চেনা মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এবার পাহাড় সফরে একটি কফি হাউসের উদ্বোধনে গিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেও দেখা যায় মমতা ব্যানার্জিকে।

কয়েক মাস আগেও পাহাড় সফরে গিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে মোমো বানাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে মোমো বানাতে দেখা যায়।

Comments are closed.