কড়া রোদে রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবলদের ডিউটির সময় কমল ২ ঘন্টা

তীব্র তাপপ্রবাহ। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সারাদিন রাস্তায় দাঁড়িয়ে কাজ করে চলেছেন ট্রাফিক কনস্টেবলরা। এবার কড়া রোদের হাত থেকে একটু স্বস্তি দিতে ট্রাফিক কনস্টেবলদের কাজের সময় কমানো হল ২ ঘন্টা। ট্র্যাফিক কনস্টেবল এবং নিচুতলার পুলিশকর্মীদের ডিউটির সময়সূচিতে বদলের নয়া সার্কুলার জারি হয়েছে। সেখানে দেখা গিয়েছে ডিউটি আওয়ার ৮ ঘন্টা থেকে কমে ৬ ঘন্টা করা হয়েছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক গার্ডগুলির কাছে নয়া নির্দেশিকা পৌঁছেছে। সেখানে বলা হয়েছে কাজের সময় মাঝে মাঝে জল খেতে এবং সানগ্লাস পরে থাকতে হবে। কড়া রোদে দীর্ঘ সময় না দাঁড়িয়ে থেকে মাঝেমধ্যে কিয়স্ক থেকে নজরদারি চালাতে হবে। পোশাকের ক্ষেত্রেও কিছু বদল এসেছে। বলা হয়েছে, কনস্টেবলরা গরমে ক্রসবেল্ট এবং চামড়ার অ্যাঙ্কলেট ব্যবহার করবেন না। কিন্তু কোনও নিয়মে বদল হয়নি ট্র্যাফিক পুলিশের সার্জেন্ট এবং উঁচুতলার পুলিশকর্মীদের ক্ষেত্রে। যদিও এই বিষয়ে ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীরা জানিয়েছেন, কর্মী অভাবে এমনিতেই ডিউটি আওয়ার শেষ হয়ে যাওয়ার পরেও কাজে থাকতে হয়। সেইক্ষেত্রে কাজের সময় কমে গেলে আরও সমস্যা হতে পারে।

অন্যদিকে মঙ্গলবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবলদের গ্লুকোনডি দেয় চন্দননগরের পুলিশ কমিশনার। সেই ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এছাড়া কয়েকদিন আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীতকুমার গোয়েল ট্রাফিক পুলিশদের সঙ্গে দেখা করে জলের বোতল, ছাতা, মাস্ক এবং ওআরএসের প্যাকেট দেন।

Comments are closed.