রেল পুলিশের প্রথম মহিলা ওসি গোবরডাঙার মেয়ে রুপসিনা পারভিন

সীমান্তবর্তী এলাকা বনগাঁয় মানুষকে ভালোবাসা দিয়ে কাজ করাই লক্ষ্য পারভিনার

রাজ্যে প্রথম রেল পুলিশের মহিলা ওসির দায়িত্ব পেলেন রুপসিনা পারভিন। শুক্রবার বনগাঁ রেল পুলিশের ওসির দায়িত্ব দেওয়া হল পারভিনাকে। ২০০৮ সালে পিএসসি পরীক্ষায় পাশ করে রাজ্য পুলিশের এসআই পদে যোগ দিয়েছিলেন রুপসিনা পারভিন।

হাওড়া ও বারাসতে এসআই পদে কাজ করেছেন পারভিনা। প্রথম মহিলা ওসি হওয়ার পর পারভিনের কথায়, পুলিশের চাকরিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল প্রথম থেকে। প্রথম বছর সব পরীক্ষায় পাশ করার পরেও উচ্চতা কম থাকার জন্য পিছিয়ে পড়ে সে। কিন্তু মনোবল ভাঙেনি তাঁর। পরের বছর উচ্চতা বাড়ানোর জন্য আরও পরিশ্রম শুরু হয়। এরপর সরাসরি এসআই পদে যোগ দেন তিনি।

গোবরডাঙার মেয়ে রুপসিনা। হাবাড়া চৈতণ্য কলেজ থেকে স্নাতকের ডিগ্রি পান তিনি। এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতোকোত্তর ডিগ্রি পান। তাঁর বিয়ে হয় গেড়াপোতাঁয়। ছোট থেকেই সমাজসেবাই লক্ষ্য ছিল রুপসিনার। তবে সীমান্তবর্তী এলাকা বনগাঁয় কাজ করা খুব কঠীন হবে কী? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ভালোবাসা আর মন দিয়ে কাজ করলে কোনও সমস্যা হবে না।

এই বিষয়ে রেল পুলিশের আইজি বাসব দাশগুপ্ত বলেন, এখন নারী-পুরুষ প্রত্যেকেই সমানভাবে দায়িত্বশীল। উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরেই রেলে নারী শক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ট্রেনের চালক থেকে গার্ড সবক্ষেত্রেই মহিলাদের দেখা যাচ্ছে। এবার রেল পুলিশের ওসি পদে নিযুক্ত হলেন রুপসিনা পারভিন।

Comments are closed.