থানার মধ্যে অর্ধনগ্ন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, বিজেপি শাসিত রাজ্যে এই ‘আচ্ছে দিন’, প্রতিবাদ অভিষেক ব্যানার্জির

থানার মধ্যে অর্ধনগ্ন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। শাসক দলের সাংসদের সমালোচনার এমন শাস্তি পেতে হয়েছে সাংবাদিকদের। মধ্যপ্রদেশের সিধি থানার এই ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি। টুইটে তিনি নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেছেন, এই আপনার আচ্ছে দিন। প্রতিবাদ করার সাহস দেখিয়ে নির্মমভাবে অপমানিত হতে হচ্ছে। লজ্জা!

https://twitter.com/abhishekaitc/status/1512124552498667542?s=20&t=fFilijtq053cGy01DIVzZg

বৃহস্পতিবার ভাইরাল হয় সেই ছবি। জানা গিয়েছে, ইন্দ্রভটী ড্রামা স্কুলের ডিরেক্টর নীরজ কুন্দ্রা স্থানীয় বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লা এবং তাঁর ছেলের ভুয়ো ফেসবুক আইডি নিয়ে প্রতিবাদ দেখান। তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই খবর করতে গিয়েছিলে ইউটিউব সাংবাদিক কণিষ্ক তিওয়ারি সহ অন্য সাংবাদিকরা। সাংবাদিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অর্ধনগ্ন করা হয় তাঁদের। সেই ছবি ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে। প্রতিবাদে সরব হয় দেশের সব সাংবাদিকরা। এবার সরব হলেন অভিষেক ব্যানার্জি।

Comments are closed.