বেড়েই চলেছে কোভিড গ্রাফ, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা

বেড়েই চলেছে করোনা। শনিবারও দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ২০ হাজারের ওপরেই। মৃত্যুর সংখ্যা চিন্তা বাড়াচ্ছে। কেন্দ্রীয় সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৪৪ জন। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৭৬০ জন। অন্যদিকে বাংলাতেও করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৭ জন। শুক্রবারও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। এই মুহূর্তে দৈনিক পজিটিভিটি রেট ১৯.৫৪ শতাংশ।

ইতিমধ্যেই ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে আগামী ৭৫ দিন বিনামূল্যে এই কোভিড ভ্যাক্সিনের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ১৫ তারিখ থেকে শুরু হয়েছে বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়া। গত বুধবার বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

Comments are closed.